Home SPORTS খাঁটোরা ফুটবলে কে পি ডি ফাইনালে

খাঁটোরা ফুটবলে কে পি ডি ফাইনালে

0

ডোমজুড় খাটোরা নেতাজি সংঘ আয়োজনে আট দলীয় বিরাট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমিফাইনাল খেলা ছিল কলকাতা পুলিশ ডাইরেক্টরেট ফুটবল দল বনাম মাকড়দহ ইউনিয়ন ক্লাব এর  । ফুটবল প্রেমী দর্শকে পরিপূর্ণ মাঠে
  *কে,পি,ডি  ফুটবল দলের ম্যানেজার ও জাতীয় খেলোয়াড় শ্রী বাদল বর্মনের* নেতৃত্বে তার দল মাঠে অনবদ্য ফুটবল প্রদর্শন করেন। এই কে পি ডি ফুটবল দলের অন্যতম প্রবীণ খেলোয়াড় সঞ্জয় মল্লিক ও স্বপন মুন্ডার অসীম পরিশ্রম ও  সহযোগিতা ছিল‌ তা কখনো অস্বীকার করা যায় না।

*দলের সবচেয়ে প্রবীণ ও অভিজ্ঞ খেলোয়াড় রাজীব মুর্মু চীনের পাঁচিল হয়ে রক্ষণ সামলে, অসাধারণ ফুটবল কৃতিত্ব স্থাপন করে।*
উদীয়মান খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন কে পি ডি ফুটবল দলের  সালমান দেওয়ান ও বেস্ট খেলোয়াড় নির্বাচিত হন কে পি ডি দলের রাকেশ সাঁতরা ।মাঠের চারদিকে হাজার হাজার দর্শকের মধ্যে ছিল অসম্ভব উদ্দীপনা আর উচ্চ কণ্ঠস্বর।
উভয় দলই  গোল করার জন্য মরিয়া চেষ্টা চালানোর পরেও খেলার প্রথমার্ধে কোন দলই গোলে করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলার শুরু প্রথমেই  কে,পি,ডি র  অসম্ভব প্রতিভাবান ৭ নম্বর জার্সির খেলোয়াড় রাজু ওরাও অনবদ্য শটে  প্রতিপক্ষ দলের  জালে বল জড়িয়ে দেন।
খেলার পরিশেষে, কলকাতা পুলিশ ডাইরেক্টর স্টাফ ক্লাবের সদস্য এবং দলের ম্যানেজার শ্রী বাদল বর্মন আয়োজক সংস্থা খাটোরা নেতাজি সংঘ সহ সকল কে উষ্ণ অভিনন্দন জানিয়ে মাঠ পরিত্যাগ করেন। আগামী ১১ই জানুয়ারি ( রবিবার) দুপুর ২:৩০  ঘটিকায় অ ফাইনাল ম্যাচ টি অনুষ্ঠিত হবে এবং তার দল এক অনবদ্য ফুটবল উপহার দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে হাতে তুলে নেবে। এই আশা কামনা করি।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version