Home SPORTS হাওড়ার ডোমজুড়ে দফরপুর জাগরণ ক্লাবের উদ্যোগে সারা দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

হাওড়ার ডোমজুড়ে দফরপুর জাগরণ ক্লাবের উদ্যোগে সারা দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট

0

হাওড়া জেলার ডোমজুড়ে দফরপুর জাগরণ ক্লাবের উদ্যোগে আজ সারা দিনব্যাপী এক বর্ণাঢ্য ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনার মধ্য দিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাব এবং পশ্চিমবঙ্গ অগ্নি ও জরুরি পরিষেবা বিভাগের ফুটবল দল।

ফাইনালে কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাব ১–০ গোলে প্রতিদ্বন্দ্বী দলকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় পর্যায়ের প্রখ্যাত ফুটবলার ও কলকাতা পুলিশ ডিরেক্টরেট দলের কর্মকর্তা শ্রী বাদল বর্মন। আয়োজক কমিটির পক্ষ থেকে তাঁকে বিশেষ অতিথির মর্যাদায় স্বাগত জানানো হয়।

ট্রফি প্রদান পর্বে শ্রী বর্মন তাঁর বক্তব্যে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যত প্রজন্মকে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় এগিয়ে আসার আহ্বান জানান। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজন, ক্রীড়াপ্রেমী দর্শক ও ক্লাবের সদস্যবৃন্দ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version