Home Uncategorized ৩৯তম সাংস্কৃতিক সন্ধ্যায় কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাবের বর্ণময় আয়োজন

৩৯তম সাংস্কৃতিক সন্ধ্যায় কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাবের বর্ণময় আয়োজন

0

৩৯তম সাংস্কৃতিক সন্ধ্যায় কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাবের বর্ণময় আয়োজন

কলকাতা, ১২ সেপ্টেম্বর ২০২৫:
কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাবের উদ্যোগে আয়োজিত ৩৯তম বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে, বিকেল ৫টায়। এদিনের অনুষ্ঠানে ছিল সাহিত্য, সংগীত, নাটক ও পুরস্কার বিতরণের মনোমুগ্ধকর মেলবন্ধন।

অনুষ্ঠানের সূচনা হয় শ্রীমান দেবার্ঘ্য বোসের উদ্বোধনী সংগীতের মাধ্যমে। পরে মোড়ক উন্মোচন করা হয় ‘অর্চি’ সাহিত্য পত্রিকার ২০২৫ সালের বিশেষ বার্ষিক সংখ্যা। অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়।

কলকাতা আরক্ষা আধিকারিক (ডিসি, টি.পি–২) শ্রী পল্লভকান্তি রায়, প্রশাসনিক আধিকারিক শ্রী হরদীপ সিং জকপাল, হক সাহেব সহ অন্যান্য বিশিষ্ট আমন্ত্রিত অতিথিগণ স্বাগত ভাষণ দেন। ক্লাবের সম্পাদক শ্রী সুশীল নস্কর ও সভাপতি শ্রী গৌতম চক্রবর্তী অতিথিদের মাধ্যমে কবিতা, গল্প, কুইজ, তর্ক-বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করেন।

অনুষ্ঠানে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সদ্যপ্রয়াত সাহিত্য ও প্রশাসনিক ব্যক্তিত্ব সুবীর সরকার-এর কৃতিত্বপূর্ণ কর্মজীবনকে।

বর্ণাঢ্য সাংস্কৃতিক পর্বে মঞ্চস্থ হয় নাটক ‘চিত্ত বিনিময়’, যার নির্দেশনায় ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মিহির শুর। এরপর খ্যাতনামা সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী তাঁর পরিবেশনায় শ্রোতাদের মন জয় করে নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম সক্রিয় সদস্য শ্রী বাদল বর্মন, যাঁর সাহিত্য ও ক্রীড়া নৈপুণ্য বহু পত্রপত্রিকায় প্রশংসিত। তাঁর আহ্বানে সাড়া দিয়ে শান্তিনিকেতন থেকে আগমন করেন প্রখ্যাত সাহিত্যিক চিরন্তন দাস, ড. কৃষ্ণেন্দু চক্রবর্তী, এবং বিশিষ্ট প্রবীণ সাহিত্যিক শ্রী পঙ্কজ বিশ্বাস। হুগলি, সুন্দরবন, রিষড়া সহ রাজ্যের নানা প্রান্ত থেকে উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিকগণ — বন্দনা মালিক, সুলেখা চৌধুরী, অশোক মুখোপাধ্যায়, মিলন ভৌমিক, দেব নির্মল, রাধেশ্যাম সর্দার, শ্রীমন্ত মন্ডল প্রমুখ।

অনুষ্ঠনটির সফল পরিচালনা করেন শ্রীমতি রূপচন্দ্র সেন। প্রায় ৬০০-র অধিক দর্শক-শ্রোতার উপস্থিতিতে সন্ধ্যাটি এক প্রাণবন্ত সাংস্কৃতিক মেলায় রূপ নেয়।

এই অনুষ্ঠান নিঃসন্দেহে কলকাতা পুলিশ ডিরেক্টরেট স্টাফ ক্লাবের কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও সাংগঠনিক দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version