Home ENVIRONMENT কলকাতার ফুটপাতে শীতার্তদের পাশে মানবতা, কম্বল ও মশারি বিতরণের পাশাপাশি চলল ডেঙ্গু...

কলকাতার ফুটপাতে শীতার্তদের পাশে মানবতা, কম্বল ও মশারি বিতরণের পাশাপাশি চলল ডেঙ্গু সচেতনতা অভিযান

0

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
তীব্র শীতের রাতে যখন শহরবাসী ঘরের উষ্ণতায় মগ্ন, তখন কলকাতার ফুটপাতে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াল সেচ্ছাসেবী সংস্থা ‘মানবতা’ (Manabata)। বুধবার রাতে কলকাতার বিভিন্ন এলাকায় সংস্থাটির পক্ষ থেকে এক মানবিক কর্মসূচি পালন করা হয়।
শীতার্তদের জন্য উষ্ণতার ছোঁয়া
এদিন গভীর রাতে কলকাতার রাজপথ ও ফুটপাতে বসবাসকারী বাস্তুহারা ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র এবং উন্নতমানের কম্বল বিতরণ করেন ‘মানবতা’র সদস্যরা। কনকনে ঠান্ডায় এক টুকরো উষ্ণতা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়।
ডেঙ্গু সচেতনতা ও মশারি বিতরণ
শুধুমাত্র শীতবস্ত্র প্রদানই নয়, বর্তমান সময়ে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সংস্থাটি এক বিশেষ ডেঙ্গু সচেতনতা প্রচার অভিযান চালায়। ফুটপাতবাসীদের মশার কামড় থেকে রক্ষা করতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে তাদের হাতে মশারি তুলে দেওয়া হয়। জমানো জল থেকে কীভাবে ডেঙ্গু ছড়ায় এবং এর প্রতিকার কী, সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করেন তারা।
মানবিকতায় সংহতি
সংস্থার এক প্রতিনিধি জানান, “মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই বড় পরিবর্তন আনতে পারে। আজকের এই কর্মসূচিতে যারা আমাদের পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ।”
শহরের এই মানবিক উদ্যোগে সাধারণ মানুষ ও পথচারীরা সাধুবাদ জানিয়েছেন। ‘মানবতা’ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতির সেবায় এবং অসহায় মানুষের প্রয়োজনে বছরজুড়ে তাদের এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংক্ষেপে মূল তথ্যসমূহ:

  • আয়োজক: মানবতা (Manabata Foundation/Trust)
  • স্থান: কলকাতার বিভিন্ন ফুটপাত ও সংলগ্ন এলাকা।
  • কর্মসূচি: কম্বল ও মশারি বিতরণ, ডেঙ্গু সচেতনতা।
  • মূল বার্তা: “মানুষের সাথে, মানুষের পাশে মানবতা।”

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version