Home INTERNATIONAL কলকাতায় বিশ্ব সাহিত্য সম্মেলনের মহামিলন: ২৫ বছরে ‘প্রতিভা সন্ধান’

কলকাতায় বিশ্ব সাহিত্য সম্মেলনের মহামিলন: ২৫ বছরে ‘প্রতিভা সন্ধান’

0
মৌলালিতে অনুষ্ঠিত হলো ‘প্রতিভা সন্ধান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৫। ১৪টি দেশের ৫০০-র বেশি সাহিত্যিকের উপস্থিতিতে জমজমাট এই অনুষ্ঠানের বিস্তারিত পড়ুন।
মৌলালিতে অনুষ্ঠিত হলো ‘প্রতিভা সন্ধান’-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৫। ১৪টি দেশের ৫০০-র বেশি সাহিত্যিকের উপস্থিতিতে জমজমাট এই অনুষ্ঠানের বিস্তারিত পড়ুন।

সকাল ৯টায় শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকায় ১০০-র বেশি সাহিত্যিকের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর জাতীয় পতাকা এবং পত্রিকার পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাহিত্যিক শ্রী পৃথ্বীরাজ সেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন শ্রীমন্ত কুমার মন্ডল

সমগ্র অনুষ্ঠানটি সাতটি গুরুত্বপূর্ণ পর্বে বিভক্ত ছিল, যেখানে সভাপতিত্ব করেন নিজ নিজ ক্ষেত্রের দিকপালরা:

পুরো অনুষ্ঠানের মূল সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর শঙ্কর প্রসাদ নস্কর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাহারুল হামিদ

অন্যান্য পর্বের সভাপতিগণ

মানিক পন্ডিত, সমুদ্র বিশ্বাস, টিপু সুলতান এবং সিরাজুল ইসলাম ঢালী—আধুনিক সাহিত্যের বিবর্তন, গবেষণার গুরুত্ব এবং নতুন প্রজন্মের লেখকদের সম্ভাবনা নিয়ে মনোজ্ঞ আলোচনা পেশ করেন।

  • আড়াই দশকের গৌরবময় পথচলা ২০০০ সালের ১৯ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগণার মন্দির বাজারের বিজয়গঞ্জ বাজার থেকে যে ক্ষুদ্র যাত্রার শুরু হয়েছিল, আজ তা ২৫ বছরে এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। পত্রিকার সম্পাদক ইউসুফ মোল্লা অত্যন্ত আবেগপ্রবণ কণ্ঠে জানান, বিশ্বজুড়ে বাংলা ভাষা ও সাহিত্যকে ছড়িয়ে দেওয়াই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।
  • এদিনের সম্মেলনে বিশেষ অবদানের জন্য গুণীজনদের ‘বিশ্ব সাহিত্যরত্ন’‘বিশ্ব প্রতিভারত্ন’ সম্মাননায় ভূষিত করা হয়। রাত্রি ৮টা পর্যন্ত চলা এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যিক আদান-প্রদান আগামী দিনে বাংলা সাহিত্যের সেবায় নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহলে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version