পূর্ব মেদিনীপুরের এগরা থেকে এক গর্বের খবর— ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) আয়োজিত ‘ইউভিকা ২০২৫’ (Young Scientist Programme)-এর জন্য নির্বাচিত হয়েছে এগরা পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র আদিত্যজ্যোতি কর।
এই কর্মসূচি মূলত ইসরোর একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য দেশের ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং ভবিষ্যতের জন্য দক্ষ বিজ্ঞানী তৈরি করা। প্রতিবছর দেশের বিভিন্ন স্কুল থেকে নির্বাচিত মেধাবী ছাত্রছাত্রীদের ইসরোর বিভিন্ন কেন্দ্র ঘুরিয়ে মহাকাশ বিষয়ক কর্মশালা, ল্যাব পরিদর্শন ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই বছরের নির্বাচিতদের তালিকায় আদিত্যর নাম উঠে আসতেই স্কুলজুড়ে আনন্দের জোয়ার। স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ও সহপাঠীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। স্কুলের প্রিন্সিপাল বলেন, “আদিত্য বরাবরই একাগ্র, জিজ্ঞাসু ও কঠোর পরিশ্রমী ছাত্র। ওর এই অর্জন আমাদের স্কুল এবং এলাকার জন্য গর্বের।”
আদিত্য জানিয়েছে, “ছোটবেলা থেকেই মহাকাশ নিয়ে পড়াশোনা আর ভিডিও দেখা আমার পছন্দ। ইসরোতে কাজ করার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখি। এই সুযোগ আমার কাছে স্বপ্ন পূরণের প্রথম ধাপ।”
আদিত্যর এই অর্জন পূর্ব মেদিনীপুর জেলার শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল সংযোজন। তার ভবিষ্যতের সাফল্য কামনা করেছেন সকলেই।
