Home Uncategorized শোভাবাজার রাজবাড়ীতে ‘দুর্গাপূজার একাল সেকাল’ সংকলনের প্রকাশ

শোভাবাজার রাজবাড়ীতে ‘দুর্গাপূজার একাল সেকাল’ সংকলনের প্রকাশ

0

গত বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (তৃতীয়া), ঐতিহ্যবাহী শোভাবাজার রাজবাড়ীর দুর্গাদালানে এক অনন্য বই প্রকাশের আসর অনুষ্ঠিত হয়। শিল্প সৃজন পরিষদ ও প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত হলো বিশেষ সংকলন “দুর্গাপূজার একাল সেকাল”

এই প্রকাশনা অনুষ্ঠানের নেপথ্যে ছিলেন সংস্থার কর্ণধার ড. সোহিনী চক্রবর্তী এবং সভাপতি স্বাগত মজুমদার। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি অশোক মুখোপাধ্যায়। সংকলনের বিচারকের দায়িত্ব পালন করেন গবেষক ও সাহিত্যিক ড. আদিত্য চক্রবর্তী (বাংলা সাহিত্যে PhD প্রাপ্ত) এবং পটের দুর্গা-বাড়ির ‘দুর্গা’ গ্রন্থের লেখিকা সোমা মুখোপাধ্যায়

ড. সোহিনী চক্রবর্তী জানান, তিনি ইচ্ছাকৃতভাবেই শোভাবাজার রাজবাড়ীর দুর্গাদালানকে বেছে নিয়েছেন, যাতে ঐতিহ্যের সাক্ষ্য রেখে সংকলনটির প্রকাশনা স্মরণীয় হয়ে থাকে।

প্রধান সংকলনের পাশাপাশি আরও একটি যৌথ কবিতা সংকলন প্রকাশিত হয় — “কবিতার পেন্টাগ্রাম”। এতে অংশগ্রহণ করেছেন কবি আবু তাহের, বৈদ্য দেবী প্রসাদ চট্টোপাধ্যায়, তরুণ কুমার নন্দী, ড. দেবদূত মুখোপাধ্যায় এবং ড. সোহিনী চক্রবর্তী

অনুষ্ঠানে দুর্গাপূজা-ভিত্তিক কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশনে এক অনন্য আবহ তৈরি হয়। বিচার পর্বে “দুর্গাপূজার একাল সেকাল” সংকলনের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ড. সরোজ মাহাত, দ্বিতীয় সুব্রত দাস, এবং তৃতীয় বর্ণালী গোস্বামী

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে শোভাবাজার রাজবাড়ীর দুর্গোৎসব এদিন পরিণত হয় এক স্মরণীয় সাহিত্য-সাংস্কৃতিক আসরে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version