14 C
Kolkata
Saturday, January 17, 2026
HomeUncategorizedICAR- NBSSLUP – এবং ঝাড়গ্ৰাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় ঝাড়গ্ৰাম জেলায়...

ICAR- NBSSLUP – এবং ঝাড়গ্ৰাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় ঝাড়গ্ৰাম জেলায় গোপীবল্লভপুর ১ নং ব্লকের প্রচেষ্টায় ফসল বৈচিত্র্যকরণ প্রকল্পের প্রশিক্ষণের মাধ্যমে কৃষক ও কৃষি সম্প্রসারণ কর্মীদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা অভিযান

Date:

Related stories

রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ২০২৬

তামিলনাড়ুর পেরামবালুরে অবস্থিত প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান রোয়েভার ইঞ্জিনিয়ারিং কলেজ...

বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে পোস্টার বিতর্ক! অভিষেকের নির্দেশে সরানো হলো ‘যুবরাজ’ লেখা ব্যানার

স্বামী বিবেকানন্দের জন্মতিথিতে তাঁর পৈতৃক ভিটে সিমলা স্ট্রিটকে কেন্দ্র...

খাঁটোরা ফুটবলে কে পি ডি ফাইনালে

ডোমজুড় খাটোরা নেতাজি সংঘ আয়োজনে আট দলীয় বিরাট ফুটবল...

AI কি কেড়ে নেবে আপনার চাকরি? কৃত্রিম মেধার দাপটে বদলে যাচ্ছে বিশ্ব, টিকে থাকার উপায় কী?

বর্তমানে ট্রেন্ডিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো "আর্টিফিশিয়াল...

বাংলা চলচ্চিত্রের মহাসঙ্কট: সোনায় মোড়ানো অতীত থেকে কেন এই পতন?

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের...
spot_imgspot_img

গত ১২ ও ১৩ ই আগস্ট ঝাড়গ্রাম জেলার কৃষকভাই ও কৃষি সম্প্রসারণ কর্মীদের নিয়ে ফসল বৈচিত্র্যকরণ প্রকল্পের উপর একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের অন্তর্গত জাতীয় মৃত্তিকা পর্যবেক্ষন ও ভূমি উপযোগ নিয়োজন ব্যুরো, কোলকাতা এবং ঝাড়গ্রাম কৃষিবিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে গোপীবল্লভপুর ১ নং ব্লকের সহ কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায় গোপীবল্লভপুর ১ নং ব্লক অফিসে কমিউনিটি হলে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।
প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জাতীর মৃত্তিকা পর্যবেক্ষণ ও ভূমি উপযোগ নিয়োজন ব্যুরোর বরিষ্ট কৃষি বৈজ্ঞানিক ডঃ শ্রেয়সী গুপ্ত চৌধুরী,বরিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ নির্মলেন্দু বসাক, ঝাড়গ্রাম কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান কৃষি বৈজ্ঞানিক ডঃ অসীম কুমার মাইতি ও তাঁর সহকারী কৃষি বৈজ্ঞানিক গণ। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নং ব্লকের বিডিও, এডিএ, জয়েন্ট বিডিও, সি আই, এবং এফ ই ও।
ঝাড়গ্রাম জেলার সুবর্ণ রেখা এফ. পি. সি, প্রদান, দুলাল এনজিওর সদস্য গন তথা প্রগতীশীল চাষী ভাইরা এই শিবিরে অংশগ্রহন করেন। অনুষ্ঠানের প্রথম দিনে ফসল বৈচিত্র্যকরণ প্রকল্পের মুখ্য উদ্দেশ্য ও গুরুত্ব, পর্যালোচনার মধ্যে দিয়ে প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়।এর সাথে ফসলের স্বাস্থ্য পর্যালোচনা, রোগ পোকার আক্রমণ ও প্রতিষেধক, উদ্যানজাতীয় ফসলের গুরুত্ব, মাটি পরীক্ষার পদ্ধতি, মাটির গুণাগুণ ও বৈশিষ্ঠ্য নির্ধারণ , বিস্তারিত আলোচনা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিনে ফসল বৈচিত্র্যকরণ ও তার সাফল্য, ধান পরবর্তী ডাল ও তৈল শস্য চাষের উপর গুরুত্ব প্রদান, অতি পরিমিত জলের ব্যবহার, চাষী ভাইদের চাহিদা ও শস্যের উপযুক্ত বাজারীকরণ এবং পরবর্তী ফসল পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এই প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা, নতুন চাষ পদ্ধতি, জৈব সারের ব্যবহার এবং আরো নতুন ডাল ও তৈল শস্য চাষ কিভাবে অল্প জলের মাধ্যমে করা যায় সে সব বিষয়ে চাষী ভাইদের সাথে বিজ্ঞানীরা ও আধিকারিকগণ বিস্তারিত আলোচনা করেন।
প্রকল্পের ভারপ্রাপ্ত বরিষ্ঠ বিজ্ঞানী ডঃ শ্রেয়সী গুপ্ত চৌধুরী বলেন যে এই প্রশিক্ষণের মুখ্য উদ্দেশ্য হল এই অঞ্চলের অনেক বেশী সংখ্যক চাষীদের ফসল বৈচিত্র্যকরণের উপযোগিতা ও সাফল্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, চাষীভাইদের সমস্যা আলোচনা ও তার সমাধানের উপায় নির্ধারণ করে আরো বেশী সংখ্যক একফসলী ও পতিত জমিকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা।প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী সমস্ত আধিকারিক ও চাষীভাইদের স্বতঃস্ফূর্ততা ও সহযোগিতাকে স্বাগত জানিয়ে এবং ও সবশেষে আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

See also  Rappers are blowing up Twitter with praise for Jay Z and '4:44'

Subscribe

- Never miss a story with notifications

- Gain full access to our premium content

- Browse free from up to 5 devices at once

Latest stories

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here